ডিএসইতে লেনদেন ২৯৭ কোটি টাকা

low indexনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় বাজারে আজ মঙ্গলবার লেনদেন ও সূচক পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এদিন লেনদেন হয়েছে ২৯৭ কোটি টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৭ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় ১১৮ কোটি টাকা কম। আগের দিন এ বাজারে ৪১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৩৫ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ, কেডিএস এক্সেসরিজ, সিঅ্যান্ডএ টেক্সটাইল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আমান ফিড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং খুলনা পাওয়ার কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *