ডিএসইতে সূচক কমলেও মিশ্র অবস্থায় সিএসই

DSE_CSE-smbd

নিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায়ও লেনদেন কমেছে। কমেছে কোম্পানির শেয়ারদর। সেখানে ৭৬৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায়  লেনদেন কমেছে। এদিন সেখানে ৩৭ কোটি ১২ লাখ টাকা লেনদেন হয়েছে। এদিন কমেছে শেয়ারদর। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ রবিবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৬৩ কোটি ২০ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার সেখানে ৮৩২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ৪১.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১০.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৯৮ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ৯২টির, কমেছে ১৯৮টির আর অপরিবর্তিত থাকে ৪০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে–  বিবিএস ক্যাবলস, ইফাদ অটোস, একটিভ ফাইন, এসিআই, আসিআই, সিটি ব্যাংক, সিএন্ড এ টেক্সটাইলস, আরএসআরএম স্টিল, আইএফআইসি ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স।

এদিকে, আজ রবিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৭ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৯ কোটি ১২ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার এই লেনদেন ৪৬ কোটি ২৪ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১৮.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিবিএস ক্যাবলস ও আরএসআরএম স্টিল ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *