ডিএসইতে ৪০৬ ও সিএসইতে ৩০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪০৬ কোটি টাকা। তবে এদিন সেখানে সবগুলো সূচকের পতন হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন একই থাকলেও সূচক আগের দিনের চেয়ে কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৫১ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৪০৯ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪৪৩ কোটি ৯০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৬টির। আর দর অপরিবর্তিত আছে ৫৯টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড, সিটি ব্যাংক, লিগ্যাসী ফুট, স্কয়ার ফার্মা, ওআইম্যাক্স ইলেক্ট্রোড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক ও বেক্স ফার্মা।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬২.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৬৩৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১৩১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪২টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ৩০ কোটি ২২ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও ফনিক্স ফাইন্যান্স।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *