ডিএসই’র নির্বাচনে মোহাম্মদ শাহজাহান ও শাকিল রিজভীর জয় লাভ

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) পরিচালক নির্বাচনে মোহাম্মদ শাহজাহান ও শাকিল রিজভী জয়ী হয়েছেন।

আজ রবিবার মতিঝিলে অবস্থিত ডিএসই ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর ভোট গণনা শেষে ডিএসই’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোঃ আবদুস সামাদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন৷ এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য হারুন উর রশিদ এবং মনজুর উদ্দিন আহমেদ৷ উল্লেখ্য যে, এবছর ডিএসই’র পরিচালনা পর্ষদ থেকে দুজন সদস্য-শরীফ আতাউর রহমান এবং মোঃ হানিফ ভুইয়া অবসর গ্রহণ করেন৷

এ পরিচালক নির্বাচনে মোহাম্মদ শাহজাহান ১৪৯জনের এবং মোঃ শাকিল রিজভী ১৩৩ জনের ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ শামীম আফজাল৷ তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৫৬৷

এর আগে সকাল ১০ ঘটিকা থেকে বিরতিহীনভাবে বিকেল ৩.৩০ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ চলে৷ ২৫৯ জন ভোটারের মধ্যে মোট ১৭৮ জন এই নির্বাচনে ভোট প্রদান করেন৷ এর মধ্যে ৮ জন ভোটারের ভোট বাতিল বলে গণ্য করা হয়৷

নব্য নির্বাচিত মোঃ শাকিল রিজভী ২০১০ সালে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বে থাকাকালীন বিতর্কের উর্ধ্বে থেকে নিরপেক্ষতার সাথে শেয়ারবাজারের উন্নয়নে তিনি উল্লেখযোগ্য ভুমিকা রেখেছেন৷ পরবর্তী সময়ে ১৬ মার্চ ২০১১ সালে দ্বিতীয় বারের মতো আবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন৷ তার আগে জনাব রিজভী ২০০৯ সালে ডিএসই’র ভাইস প্রেসিডেন্ট এবং ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ডিএসই’র পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন৷ এ ছাড়াও তিনি ২০০২ ও ২০০৩ সালে ডিএসই’র মেম্বারস ক্লাবের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন৷

আর মোহাম্মদ শাহজাহান জাহান সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক৷তিনি ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ডিএসই’র পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন৷ ২০১০ সালে তিনি দ্বিতীয় বারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক নির্বাচিত হন৷

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *