ডিএসই’র সাথে বৈঠক করলেন বিনিয়োগকারী ঐক্য পরিষদ

dse1স্টকমার্কেবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৫ মার্চ) করোনা আতঙ্কে দেশের শেয়ারবাজারে সূচকের বড় পতন হয়েছে। চলমান এ পরিস্থিতিতে আগামী ২ সপ্তাহ বা ১০ কার্যদিবস লেনদেন বন্ধ রাখার দাবি জানিয়েছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

রবিবার (১৫ মার্চ) দুপুরে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হকের সঙ্গে বৈঠক করে এ দাবি জানান।

তিনি বলেন, আজ আমরা দুপুর ১টা ৪০ মিনিট থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত ডিএসইর এমডির সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে আমরা ১০ কার্যদিবস পুঁজিবাজারে কেনাবেচা বন্ধ রাখার দাবি জানিয়েছি। আমরা বলেছি বিএসইসিসহ আপনারা বসে একটা সিদ্ধান্ত নিয়ে তারপর ট্রেড চালু করুন।

‘আমরা বলেছি বাজারে সূচক ২০০ থেকে ৩০০ পয়েন্ট বাড়া বা কমে যাওয়া এটা কারো কাম্য নয়। আমরা বাজারে স্থিতিশীলতা চাই।’

ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আরো বলেন, ডিএসইর এমডি আমাদের বলেছেন সরকারসহ আমরা সবাই আন্তরিকভাবে বাজার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। একটু অপেক্ষা করেন, বাজার ঘুরে দাঁড়াবে। কাল থেকেই বাজার ঘুরে দাঁড়াবে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *