দিনের শেষ বেলায় সূচক উত্থান

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজারের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক বেড়েছে। দিনভর নিম্নমূখী খাকলেও বৃহস্পতিবার দিনের শেষ বেলায় এই সূচকের উত্থান হয়েছে। তবে এদিন লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় দশমিক ৩০ শতাংশ ১৪.৪০ পয়েন্ট বেড়ে ৪৭৯২.৩০ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে।

দিনের শুরু থেকে অধিকাংশ সময় সূচকের পতনে লেনদেন চলে। তবে শেষ ঘন্টায় এসে বাড়ে সবগুলো সূচকই। বেলা ১ টা ৪০ মিনিটে সূচকের অবস্থান ছিল অপরিবর্তিত বা ৪৭৭৭ পয়েন্ট। এপরেই টানা বাড়তে থাকে এই সূচকটি।

সারাদিনে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬২৯ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল বুধবার ৬৩০ কোটি ২৩ লাখ টাকা লেনদেন হয়েছিল। সে তুলনায় আজ লেনদেন সামান্য কমেছে।

দিনভর লেনদেনে অংশ নেয়া ৩১৪ টি কোম্পানির শেয়ারের মধ্যে ১৫৬ টির দর বেড়েছে, কমছে ১১৭ ও অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।

এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, শাশা ডেনিমস, বেক্সিমকো ফার্মা, আইডিএলসি, বেক্সিমকো লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ, গ্রামীন ফোন, ফার কেমিক্যাল ও ইউনাইটেড পাওয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *