দুই শেয়ারবাজারেই লেনদেন কমলেও বেড়েছে সূচক

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :
সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় কমেছে লেনদেন। তবে বেড়েছে শেয়ারদর। সেখানে ৯১৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গত কয়েকদিনের মতো অাজও সূচক ৫৮৬০ পয়েন্ট অতিক্রম করে। যা সূচকটির যাত্রা শুরুর পর সর্বোচ্চ। এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন কমেছে। এদিন ৬৩ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

সেখানে  ৬৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। তবে এদিন কমেছে শেয়ারদর। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ রবিবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯১৯ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৫৮ কোটি ৬৭ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার সেখানে ১০৭৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ২৭.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯০৭ পয়েন্টে। সূচকটি যাত্রার সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৬.৯৫ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ২১৩০ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৫৩টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত থাকে ৩৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– সিটি ব্যাংক, বিবিএস ক্যাবলস, ইফাদ অটোস, লংকাবাংলা ফাইন্যান্স, সিএন্ড এ টেক্সটাইলস, আইএফআইসি ব্যাংক, এ্যাপোলো ইস্পাত, কেয়া কসমেটিকস, তুংহাই নিটিং এন্ড ডাইন ও মার্কেন্টাইল ব্যাংক।

এদিকে, আজ রবিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৩ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৮ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার এই লেনদেন ৬৩ কোটি ৬৭ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৬.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সোস্যাল ইসলামী ব্যাংক ও বিবিএস ক্যাবলস ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *