দেশে ফুটবল খেলা উন্নয়নে কাজ করবে সাইফ পাওয়ারটেক

ftblনিজস্ব প্রতিবেদক :

শীর্ষ স্তরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও অন্য টুর্নামেন্টে বাফুফে নিয়মিত স্পনসর পেলেও ঢাকা মহানগরীর প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও অন্য প্রতিযোগতার স্পন্সর নিয়মিত পায়নি। সেই ঘাটতি দূর করতে আজ সোমবার শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেকের সঙ্গে চার বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছে বাফুফের মহানগরী ফুটবল লিগ কমিটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মহানগরী ফুটবল লিগ কমিটির অফিসটিও এ উপলক্ষে আধুনিকায়ন করা হয়। চুক্তির অঙ্ক নির্ধারিত হয়নি, তবে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে মৌসুমের শুরুতে বাজেট দেওয়া হবে স্পনসরদের। তারা সেটি যাচাই-বাছাই করে অর্থ প্রদান করবে।

মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের কার্যনির্বাহী সদস্য হারুনুর রশিদ বলেন, ’৩৭-৩৮ বছর আগে এটি যখন ডামফা অফিস ছিল সেই যাত্রা শুরুর সময়ও আমি ছিলাম। এতদিন পরও আমি আছি এবং নতুনভাবে সবকিছু শুরু হচ্ছে, আমি দায়িত্ব নিতে চাইনি। কিন্তু বাফুফে সভাপতি অনুরোধ করাতে দায়িত্ব নিয়েছি। আজ যে যাত্রা শুরু হলো, তাতে আশা করি সকল ক্লাব একসঙ্গে থেকে সহযোগিতা করবে। খেলোয়াড় তৈরি হবে এখান থেকে। আমরাই জাতীয় দল, বিপিএল ও বিসিএলের জন্য খেলোয়াড় সরবরাহ করব। তবে সভাপতির প্রতি অনুরোধ আপনি এদিকে নজর রাখবেন, এখানে মাঝে মাঝে আসবেন, ক্লাবগুলোর প্রতি দৃষ্টি রাখবেন।’

সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, ফুটবলের উন্নয়নে তিনি ও তার প্রতিষ্ঠান সর্বদাই তৈরি। তিনি বক্তব্যে জানান, ‘আমরা ফুটবলের সঙ্গে আছি। ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য অব্যাহত কাজ করছি। আমরা মনে করি, এখান থেকে বিপিএল ও বিসিএলের খেলোয়াড় আসবে। আমাদের পক্ষে যতটুকু করার আমরা করব।’

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *