নতুন সার্কিটব্রেকারের প্রভাবে সূচকের ব্যাপক উত্থান

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন সার্কিটব্রেকারের প্রভাবে শেয়ারবাজারে মূল্যসূচকের ব্যাপক উত্থান হযেছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকালের চেয়ে ৩৬৬ দশমিক ৬৪ পয়েন্ট বেড়েছে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৩ হাজার ৯৭০ দশমিক ৫৯ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ১০ দশমিক ১৭ শতাংশ বেশি।আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৪১ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আর দর অপরিবর্তি রয়েছে ৪৪ শতাংশ কোম্পানির।

দরপতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্দেশে সার্কিটব্রেকারে যে পরিবর্তন আনা হয়েছে, তার কেরামতিতে সূচক এভাবে ঘুরে দাঁড়িয়েছে। নতুন সার্কিটব্রেকার অনুসারে গত ৫দিনের শেয়ারের গড় মূল্যকে আজ (১৯ মার্চ) বাজারের গ্রহণযোগ্য সর্বনিম্ন দাম ধরা হয়। তাই ওই দামের নিচে শেয়ার লেনদেনের কোনো সুযোগ ছিল না। শেয়ার কিনতে চাইলে গড় মূল্যেরসমান অথবা তারচেয়ে বেশি দামেই কেবল কিনতে হবে।

প্রসঙ্গত, বুধবার মাত্র আধা ঘণ্টা লেনদেন হওয়ায় টাকার অংকে ৪৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসই প্রধান মূল্য সূচক বা ডিএসইএক্স ৩৭১.০১ পয়েন্ট বা ১০.২৯ শতাংশ বেড়ে ৩ হাজার ৯৭৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচকটি ৮৪ দশমিক ৬৫ পয়েন্ট বা ১০.১৪ শতাংশ বেড়ে ৯১৯ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ১০ শতাংশ বা ১২২ পয়েন্ট বেড়ে এক হাজার ৩২৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫২টির।

এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০ কোম্পানি হলো – মুন্নু সিরামিকস, উত্তরা ব্যাংক, স্কয়ার ফার্মাসিটিউক্যালস, ন্যাশনাল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আজিজ পাইপস, প্যারামাউন্ট ইন্স্যূরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যূরেন্স, লিন্ডে বিডি ও ইন্টারন্যাশনাল লিজিং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *