বাজার পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক ডেকেছে ডিএসই

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় সম্পর্ক আলোচনা করতে স্টেকহোল্ডারদের বৈঠক ডেকেছে। এ বৈঠকে শীর্ষ ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। ডিএসইর পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জটির চেয়ারম্যান প্রফেসর ড. এম এ হাশেম, ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মাজেদুর রহমানসহ পর্ষদের সদস্যরা উপস্থিত থাকবেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, আজ বিকাল ৩ টায় ডিএসইর বোর্ড রুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

উল্লেখ, গত কিছুদিন ধরে পুঁজিবাজারে টানা দরপতন হচ্ছে। ক্রমেই পতনের মাত্রা তীব্র হচ্ছে। গতকাল রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫৮ পয়েন্ট কমেছে। সূচকের পাশাপাশি লেনদেনও কমে গেছে ব্যাপকভাবে। এর কারণ পর্যালোচনা ও করণীয় ঠিক করতে তাই স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসার উদ্যোগ নিয়েছে ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *