বিএসইসি’তে দায়িত্ব শেষ করলেন ড. এম খায়রুল হোসেন

 

 

khairulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান হিসেবে কার্যক্রম শেষ করলেন ড. এম খায়রুল হোসেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরে যাচ্ছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) খায়রুল হোসেনের শেষ কার্য দিবস ছিল বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংস্থার মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান।

খায়রুল হোসেন ২০১১ সালের ১৫ মে বিএসইসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। প্রথম ৩ বছর শেষে আবার তাকে ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ তাকে আরও ২ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ তিনি এই পদে নয় বছর ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, বর্তমান এবং সাবেক অর্থমন্ত্রী, সাংবাদিক, বিনিয়োগকারী, স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষসহ সব অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন খায়রুল হোসেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধ্যাপক খায়রুল হোসেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে যোগদান করবেন।

বিএসইসি চেয়ারম্যান পদ পাওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *