ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর দাবি ডিএসইর

dse1নিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারকে বিকশিত করতে ব্যাংকের বিনিয়োগ বাড়ানো জরুরি বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পাশাপাশি বাজার সম্পর্কে ইতিবাচক ধারণা নিয়ে আসতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করছে প্রতিষ্ঠানটি।

গতকাল ডিএসইর সম্মেলন কক্ষে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) সঙ্গে পরিচালনা পর্ষদের মতবিনিময় সভায় এ মন্তব্য করেন ডিএসইর চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া।

এ সময় এবিবির চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনিস এ. খান, ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী, পূবালী ব্যাংকের এমডি মো. আবদুল হালিম চৌধুরী, সাউথইস্ট ব্যাংকের এমডি শহিদ হোসেইনসহ ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিএসইর চেয়ারম্যান বলেন, শেয়ারবাজারকে সক্ষম করে তুলতে অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। এ বাজারকে আরো বিকশিত করতে প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিকল্প নেই। বর্তমানে শেয়ারবাজারে ব্যাংকের প্রচুর বিনিয়োগের সুযোগ রয়েছে।

তিনি বলেন, বাজারকে সহায়তা দিতে এ মুহূর্তে ব্যাংকের বিনিয়োগ বাড়ানো জরুরি। এক্সপোজার সমস্যা প্রায় সমাধান হয়ে যাওয়ায় ব্যাংকের নতুন করে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। শেয়ারবাজার প্রসারের জন্য ব্যাংকের শাখা অফিসে মার্কেটিং বুথ স্থাপন করে স্টক এক্সচেঞ্জের সব পণ্যের তথ্য দিয়ে গ্রাহকদের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি করা যাবে।

সভায় এবিবি নেতারা বলেন, দীর্ঘদিন ধরে ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারের বাজারমূল্যও কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। অধিকাংশ ব্যাংক ধারাবাহিকভাবে ১০ শতাংশের বেশি লভ্যাংশ দিয়ে এলেও বাজারমূল্য নিট সম্পদমূল্যের নিচে অবস্থান করছে। এ বিষয়ে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে হবে। বাজারকে গতিশীল করতে বড় কোম্পানি তালিকাভুক্ত করতে হবে।

তারা বলেন, দেশে ব্যবসা পরিচালনাকারী বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে নিয়ে আসতে হবে। এছাড়া বিনিয়োগে আকৃষ্ট করতে রোড শো, প্রচারণা, ডিএসইর প্রতিনিধি, ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের প্রধানদের সমন্বয়ে কমিটি গঠন এবং বিও হিসাবের ফি কমানো দরকার। বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ব্যাপকভিত্তিক প্রচারণা, মিউচুয়াল ফান্ড, আইপিও এবং পুঁজিবাজারে ট্রেজারি বন্ডের লেনদেনের বিষয়ে উদ্যোগ নিতে হবে বলে মনে করছেন দেশের শীর্ষ ব্যাংকাররা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *