ব্যাংক-বীমা-আর্থিক প্রতিষ্ঠানের জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর

bsecস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সব ব্যাংক, বীমা, ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান ও তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানসমূহকে জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর অনুসরন করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে জানুয়ারি-ডিসেম্বর অর্থ বছর ধরে আর্থিক প্রতিবেদন তৈরী করতে হবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৮৩তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। কমিশনের নির্বাহি পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আর্থিক খাতের কোম্পানিগুলোর আবেদনের প্রেক্ষিতে কতিপয় সিকিউরিটিজ আইন পরিপালনের বাধ্যবাধকতা থেকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহতি প্রদান করা হয় বলে কমিশনে জানানো হয়। এ সংক্রান্ত নির্দেশনা অতিসত্ত্বর জারী করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *