ব্লক মার্কেটে ১৭টি কোম্পানির লেনদেন

block-mস্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (০৭ এপ্রিল) ব্লক মার্কেটে ১৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোটি ২৯ লাখ ৭২ হাজার ৬৮৪টি শেয়ার ২৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১০ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার অর্থাৎ ২ কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ১ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে সালভো কেমিক্যালের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ২৩ লাখ ৩ হাজার টাকার লেনদেন হয়েছে আরডি ফুডের।

এছাড়া আলিফ ইন্ডাস্ট্রিজের ১৪ লাখ ৩৬ হাজার টাকার, এটলাস বাংলাদেশের ৪৭ লাখ ১৯ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৯৭ লাখ ১ হাজার টাকার, বিকন ফার্মার ২২ লাখ ৭৭ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ৬ লাখ ৪৪ হাজার টাকার, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১৩ লাখ ৯৬ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ৫ লাখ ৭৯ হাজার টাকার, ফরচুন সুজের ২৮ লাখ ১৬ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ২৫ লাখ ২০ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৮২ লাখ ৮৩ হাজার টাকার, রেনউইক যজ্ঞেশ্বরের ১ কাটি ৯ লাখ ২ হাজার টাকার, সুহৃদের ১০ লাখ ৪৪ হাজার টাকার, সোনাবাংলা ইন্স্যুরেন্সের ১১ লাখ ৩১ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *