ভবন ভাঙতে সাত মাস সময় পেলো বিজিএমইএ

bgmeaবিশেষ প্রতিবেদক :

হাতিরঝিলের পাশে গড়ে ওঠা ভবন ভাঙতে সাত মাস সময় পেলো বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। রবিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ সময় দেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এক বছরের সময় চেয়ে বিজিএমইএ’র করা আবেদনের শুনানি শেষ হয়।

বিজিএমইএ’র পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী এবং রাজউকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সম্প্রতি ভবন ভাঙতে এক বছরের সময়ে চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে বিজিএমইএ কর্তৃপক্ষ। আজ এ আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ এ সময় দেন।

উল্লেখ্য, চলতি বছরের ১২ মার্চ বিজিএমইএ ভবন ভাঙতে ছয় মাসের সময় দেন আপিল বিভাগ। তখন আপিল বিভাগ বলেছিলেন, ২০১১ সালে এ বিষয়ে হাইকোর্ট রায় দিয়েছিলেন। এরপর ২০১৬ সালের ২ জুন আপিল বিভাগ তা বহাল রেখেছে। কিন্তু এ সময়ের মধ্যে বিজিএমইএ ভবন সরানোর কোনও চেষ্টা করেননি। এরপর ছয়মাসের সময় দিয়ে আবেদনটির নিষ্পত্তি করে দেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *