“মিউচুয়্যাল ফান্ডের খারাপ অবস্থার জন্য বিএসইসিও দায়ী”

abu ahmedস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে মিউচুয়্যাল ফান্ডের যে দূরবস্থা এর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক আবু আহমেদ।

তিনি বলেন, মিউচুয়্যাল ফান্ডের সঠিক র‌্যাংকিং এবং তদারকি না করতে পারলে তাদের অবস্থা ভালো করা মুশকিল। এই জন্য বিএসইসিকে দায়িত্ব নিতে হবে।

সোমবার বিশ্ববিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত ” ইনভেস্টর প্রটেকশন: ইমপ্যাক্ট অব কোভিড-১৯ অন বিজনেস অ্যান্ড রিলেটেড ডিসক্লোজার” শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সেমিনারটি আয়োজন করে। আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব কার্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সেমিনারে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, ওয়ার্ল্ড ব্যাংকের কনসাল্টেন্ট হোসেন সামাদ, সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় বিএসইসির ৪জন কমিশনার উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *