মেট্রোরেলের ৯৪ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

ECNEC-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

রাজধানীর যানজট নিরসনে মেট্রোরেলের ৯৩ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে দু’টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) শেরে বাংলা নগরে এনইসি কনফারেন্স কক্ষে একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের একথা জানান।

তিনি জানান, মঙ্গলবারের একনেক সভায় ১ লাখ ২৫ কোটি ২৩ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে যানজট নিরসনে ৯৩ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী জানান, মেট্রোরেলের দুই প্রকল্পে মোট ব্যয়ের ২৫ হাজার ২৩২ কোটি ৬০ লাখ টাকা আসবে রাষ্ট্রীয় কোষাগার থেকে এবং বাকি ৬৮ হাজার ৫৬৭ কোটি ৩২ লাখ টাকার যোগান দেবে জাপান আন্তর্জাতিক কোঅপারেশন এজেন্সি (জাইকা)।
সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *