মোদীর বৈঠকের খবরে ইতিবাচক ধারায় সেনসেক্স

sensexনিজস্ব প্রতিবেদক :

একদিনের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে ভারতের শেয়ারবাজার। মঙ্গলবার সেনসেক্স ৪২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৫,৩১৭.৮৭ পয়েন্টে। গত সোমবার ১৫ মাসে সবচেয়ে নীচে নেমেছিল এই সূচক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের খবরে সেনসেক্স ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি করছে আনন্দবাজার প্রত্রিকা।

চীনের অর্থনীতি নিয়ে দুশ্চিন্তার জেরে টানা কমতেছিল সেনসেক্স। মঙ্গলবার ফের ২৫ হাজার টপকে যায় সেনসেক্স। সেনসেক্স বৃদ্ধির ইন্ধন জোগায় দেশের শিল্প, ব্যাঙ্কিং মহল ও অর্থনীতিবিদদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক।

সেখানে চীনের আর্থিক সঙ্কট বা আমেরিকার সুদ বাড়ানোর ইঙ্গিত সত্ত্বেও ভারতের অর্থনীতির বিপদ ঘটবে না বলে ভরসা দেন মোদী। চীনের বাজারের উত্থানও টেনে তোলে দেশের শেয়ারবাজারকে।

ডলারে টাকার দামও এ দিন ২৭ পয়সা বেড়েছে। দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৬.৫৫ টাকা। শেয়ার বাজারের উত্থান এর জন্য অনেকটাই দায়ী বলে বাজার সূত্রের খবর। তার কারণ, শেয়ার কেনার জন্য এ দিন বেশ কিছু বিদেশি আর্থিক সংস্থা তাদের হাতে থাকা ডলার বিক্রি করে দেয়। বিভিন্ন ব্যাঙ্ক ও রফতানিকারীদের তরফে ডলার বিক্রি করার জেরেও টাকার দাম বেড়েছে। ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *