রংপুর ফাউন্ড্রীর ৩৮তম বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত

rangpur-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৭-২০১৮ সালে শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে রংপুর ফাউন্ড্রী লিমিটেড (আরএফএল)। শনিবার (২২ ডিসেম্বর) রাজধানীর বাড্ডায় ফুজি ট্রেড সেন্টারে অনুষ্ঠিত কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রথীন্দ্র নাথ পাল, পরিচালক সাবিহা আমজাদ, পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, প্রধান অর্থ কর্মকর্তা চৌধুরী আতিয়ুর রাসুল, পরিচালক (স্বতন্ত্র) এম এ মান্নান, পরিচালক (বিপণন) চৌধুরী কামরুজ্জামান, কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান।

এছাড়া সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

সভায় বিনিয়োগকারীরা বিগত বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি কোম্পানির ব্যবসা পরিচালনায় উন্নয়নের জন্য কতিপয় মূল্যবান মতামত রাখেন। বিনিয়োগকারীরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তাদের পূর্ণ আস্থা ব্যক্ত করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *