লেনদেনের শীর্ষ ১০ এর তালিকায় ৪টিই ব্যাংক

banking-sector-স্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০এর তালিকায় আধিপত্য বিস্তার করেছে ব্যাংকিং খাতের কোম্পানি। আজ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৪টিই ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সোমবার শীর্ষ ১০এর তালিকায় শীর্ষে বাংলাদেশ বিল্ডিং সার্ভিসেস লিমিটেড রয়েছে। এদিন কোম্পানিটির ৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৫৪ কোটি ৭৪ লাখ টাকা। সর্বোচ্চ ৫৭.৬০ টাকা। আর সর্বশেষ ৫৪.৯০ টাকায় লেনদেন হয়। সর্বনিম্ন দর ছিল ৫৪.৪০ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বিবিএস লিমিটেড। এদিন কোম্পানিটির ৬ হাজার ৬৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪১ কোটি ৬ লাখ টাকা। সর্বোচ্চ ১৫৮ টাকা। আর সর্বশেষ ১৫০ টাকায় লেনদেন হয়। সর্বনিম্ন দর ছিল ১৪৫.৭০ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। এদিন কোম্পানিটির ৪ হাজার ৯৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪০ কোটি ৩৭ লাখ টাকা। সর্বোচ্চ ৬১.৩০ টাকা। আর সর্বশেষ ৫৮.৭০  টাকায় লেনদেন হয়। সর্বনিম্ন দর ছিল ৫৮ টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ লিমিটেড, আল-আরাফাহ ব্যাংকলিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এমজেএল বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড ও অ্যারগন ডেনিমস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *