শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা

shantaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যূয়াল ফান্ড খাতের কোম্পানি শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ড ব্যবস্থাপক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ৩১ মার্চ ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে ফান্ডটির পরিচালনা বোর্ড।

এ বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.৮৯ টাকা। আর ফান্ডের ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯.০৪ টাকা।

উল্লেখ্য২০১৮সালের১৪ ফেব্রুয়ারিফান্ডটির সাবস্ক্রিপশন শুরু হয়। প্রথম দিনেই প্রাথমিকভাবে বরাদ্দ করা সব ইউনিট বিক্রি হয়ে যায়। শুরুথেকে ৩০ জুন ২০১৯ পর্যন্তফান্ডটির এনএভি বেড়েছে ১৯ দশমিক ৪ শতাংশ, অপরদিকে আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর প্রধান সূচক, ডিএসইএক্স পতন হয়েছে ৭ শতাংশ।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বলেন, “গত অর্থবছরে শেয়ারবাজারখুব একটা ভালো না থাকার কারনেফান্ড পরিচালনায় অনেক প্রতিকুলতার সম্মুখীন হয়েছি। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি বিনিয়োগকারীদের অন্যান্য বিনিয়োগ মাধ্যম থেকে ভালো রিটার্ন দেয়ার। আমি মনে করি উল্লেখিতসময়েপুজিবাজারেরপারফর্মেন্সপর্যালোচনা করলে ১২ শতাংশরিটার্ন বিনিয়োগকারীদের আশা পুরন করবে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *