শেয়ারবাজারের লেনদেন ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবদক :

দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই’র লেনদেন আগামী ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে। করোনা পরিস্থিতির জন্য সরকার সাধারণ ছুটি বাড়ানোয় এই সিদ্ধান্ত নিয়েছে ডিএসই ও সিএসই। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

গত ১৪ মে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে৷

সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে পূর্বের মতো সঙ্গতি রেখে ৩০ মে পর্যন্ত ডিএসই ও সিএসই’র ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকবে৷

তবে উভয় এক্সচেঞ্জের কর্মকতারা স্টকমার্কেটবিডিকে বলেন, যদি বিএসইসি (বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন ) শেয়ার বাজার চালু করার কোনো নির্দেশনা প্রদান করে তবে সে অনুযায়ী ডিএসই ও সিএসই তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য প্রস্তুত আছে |

স্টকমার্কেটবিডি.কম/আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *