শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই স্টক এক্সচেঞ্জে শনিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন দুই বাজারেই লেনদেনের পরিমাণ সামান্য কমেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে। শনিবার ডিএসইতে ৫২২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে ৫৫৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।

দিনশেষে টার্নওভার তালিকার শীর্ষে উঠে আসে যে সব কোম্পানি – লংকা বাংলা ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, জিএইচপি ফাইন্যান্স, যমুনা ওয়েল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, মবিল যমুনা, ইয়াকিন পলিমার, ন্যাশনাল টিউবস ও বেঙ্গল উন্ডসর।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৯৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *