সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৫৪২৫ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইতে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৫৪২৫ কোটি টাকা। সর্বশেষ সপ্তাহে লেনদেন ও শেয়ারের দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৪,২১,১০৬ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে বেড়ে দাঁড়িয়েছে ৪,১৫,৬৮১ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১.২৯ শতাংশ বা ৫৪২৫ কোটি টাকা।

এ সময় ৫ দিনে মোট ৪,৭৮৩ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৪,১৯৭ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১.০১ শতাংশ কম।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৬১.৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ২৭.০১ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯৯৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ১১.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩১১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৫০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের। আর ২টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *