সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২০৫১ কোটি টাকা

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইতে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২০৫১ কোটি টাকা। সর্বশেষ সপ্তাহে লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৪,১৫,০৭৩ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৪,১৩,০২২ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ০.৪৯ শতাংশ বা ২০৫১ কোটি টাকা।

এ সময় ৫ দিনে মোট ২৯৭৯ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ২৯১৩ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২.২৫ শতাংশ বেশি।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ২৫.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ৫.৫২ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯৯৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ১০.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩০৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৫০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৫২টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের। আর ৩টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *