সপ্তাহের ব্যবধানে লেনদেন বাড়লেও সূচকের মিশ্রাবস্থা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। সপ্তাহশেষে শেয়ারের দর উঠা নামা করায় মিশ্রাবস্থায় ছিল সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৮৬,৬৮২ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে বেড়ে দাঁড়িয়েছে ৩,৮৪,৫৫৯ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে দশমিক ৫৯ শতাংশ।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ৩৪৩৭ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৩৪২৯ কোটি ১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ০.২৫ শতাংশ বেশি।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৬৮৭ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৬৫৮ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৭.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ৫.৯০ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৮৯৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ১৬.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৪৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের। আর ৩টি শেয়ারের কোনো লেনদেনের হয়নি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৫৮ কোটি টাকার শেয়ার। সার্বিক সূচক বেড়েছে দশমিক ২২ শতাংশ।

সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯টি কোম্পানির। আর দর কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *