সরকারি ব্যাংকগুলোকে ডিপোজিট না বাড়াতে অর্থমন্ত্রীর নির্দেশ

Muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি ব্যাংকগুলোকে ডিপোজিট না বাড়াতে বলা হয়েছে। বুধবার (২০ জুন) সচিবালয়ে নিজ দফতরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বেসরকারি ব্যাংক মালিকরা আগামী জুলাই থেকে ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে আমি ডেকেছিলাম। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলো একমাত্র ব্যাংক, যাদের আমি ইনস্ট্রাকশন দিতে পারি। আমি তাদের সঙ্গে কথা বলার জন্য ডেকেছিলাম। তবে কোনও দিকনির্দেশনা দেইনি। পাবলিকলি আমি তাদের কোনও ইনস্ট্রাকশন দিতে চাইনি। সরকারি ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আমরা নানা বিষয়ে কথা বলেছি। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো, ডিপোজিট না বাড়ানো। সভায় তাদের ডিপোজিট না বাড়ানোর জন্য বলা হয়েছে।’

ঋণের সুদের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তা হলো, ঋণের সুদহার এমন হওয়া উচিত নয়, যেটা ইনভেস্টমেন্ট খায় না। তাই ডেপোজিট রেট এ মুহূর্তে আমি কোনও ফিগার বলবো না, কিন্তু এটা থেকে কোনও প্রফিট আসা উচিত নয়। এটা প্রফিটের জন্য নয়। এই টাকাটা পার্টিকে দেওয়া হয় খরচের জন্য। এটা প্রফিট করার জন্য দেওয়া হয়নি।’

সরকারি ব্যাংকগুলোর সুদের হার সর্বোচ্চ কত হবে–তা বেঁধে দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না। এটা এখনই জানানো যাবে না। তবে এ রেটটা খুব ভালো। খুবই ভালো হবে।’ এটার প্রভাব কী হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এটার ইমপেক্ট হবে–মার্কেটে লেন্ডিং রেটটা কমে আসবে। এটা যদি এক ডিজিটে নেমে নাও আসে তবুও দশের কাছাকাছি থাকবে।’

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *