সর্বোচ্চ ৯০ সর্বনিম্ন ১১ : বসুন্ধরা পেপার মিলের কাট-অফ প্রাইস ৮০ টাকা

basubdaraনিজস্ব প্রতিবেদক :

নিলামে বসুন্ধরা পেপার মিলের কাট-অফ প্রাইস হিসেবে ৮০ টাকা নির্ধারিত হয়েছে। গত ৭২ ঘন্টার (১৬ অক্টোবর বিকাল ৫টা থেকে ১৯ অক্টোবর বিকাল ৫টা) নিলামে এই দর নির্ধারিত হয়েছে।

গত বৃহস্পতিবার বেলা ৫টায় শেষ হয়েছে এই বিডিং। বিডিংয়ে মোট ৪৭৪ টি প্রতিষ্ঠান দর প্রস্তাব করেছে। আর সর্বোচ্চ দর ৯০ টাকা উঠে এসেছে। সর্বনিম্ন দর ছিল ১১ টাকা আর ২৫ টাকায় সর্বাধিক দর প্রস্তাব করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

গত সোমবার বিকাল ৫টা থেকে শুরু হয়ে ১৯ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত এ বিডিংয়ে মোট ৪৭৪টি প্রতিষ্ঠান বিডিংয়ে অংশগ্রহণ করে। এর মধ্যে ৯০ টাকায় সর্বোচ্চ দর প্রস্তাব করা হয়েছে। এই দরে আগ্রহী তিনটি প্রতিষ্ঠান নিজেদের জন্য ২,৭৭,৭০০ টি করে শেয়ার নেওয়ার প্রস্তাব করে। এছাড়া ৮৮ টাকায় বিড করে দুটি প্রতিষ্ঠান, ৮৬ টাকায় দুটি প্রতিষ্ঠান, ৮৫ টাকায় চারটি, ৮৪ টাকায় ২টি প্রতিষ্ঠান, ৮৩ টাকায় একটি প্রতিষ্ঠান, ৮২ টাকায় ৫টি প্রতিষ্ঠান, ৮১ টাকায় ২১টি প্রতিষ্ঠান, ৮০ টাকায় ৫৬টি প্রতিষ্ঠান, ৭৯ টাকায় একটি প্রতিষ্ঠান, ৭৭ টাকায় একটি প্রতিষ্ঠান, ৭৫ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ৭৪ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৭২ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ৭১ টাকায় ২টি প্রতিষ্ঠান, ৭০ টাকায় ১৫টি প্রতিষ্ঠান দর পস্তাব করে।

এছাড়া ৬০ হতে ৬৯ টাকায় মধ্যে মোট ১৬টি প্রতিষ্ঠান দর প্রস্তাব করে। এর কমে ৫০ হতে ৫৯ টাকা দর প্রস্তাব করে ৫৫টি প্রতিষ্ঠান। ৪০ হতে ৪৯ টাকায় এবং ৩০ হতে ৩৯ টাকায় বিড করে যথাক্রমে ৪১ ও ৬৩টি প্রতিষ্ঠান।

এরপর ২০ টাকা হতে ২৯ টাকায় প্রতিটি অংকে বিড জমা পড়ে সর্বাধিক সংখ্যক। শুধু ২৫ টাকা দর আগ্রহ প্রকাশ করে ১০৯টি প্রতিষ্ঠান।

বিডি শুরু হয় সর্বোনিম্ন ২০ টাকায়। পরে কোনো এক সময় সর্বনিম্ন ১১ টাকায়ও দর প্রস্তাব করে একটি প্রতিষ্ঠান।

বিডিংয়ে অংশগ্রহণে ইচ্ছুক যোগ্য বিনিয়োগকারীদের (ইলিজিবল ইনভেস্টর) ৫ হাজার টাকা বিডিং ফি এবং বিডিং অ্যামাউন্টের ২০ শতাংশ ডিপোজিট করতে বলা হয়। বিডিং পিরিয়ডের পর অফার পিরিয়ড শুরু হবে ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে ২৩ অক্টোবর সকাল সাড়ে ১০টা পর্যন্ত।

বুক বিল্ডিং পদ্ধতির নিয়ম অনুসারে, ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এ কোম্পানির আইপিওতে তাদের জন্য নির্ধারিত শেয়ারের দরপ্রস্তাব করবে। সর্বশেষ যে দরে নির্ধারিত শেয়ার বিক্রির প্রস্তাব আসবে, তাই হবে কাট অফ প্রাইস। যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সে দরেই কোম্পানির শেয়ার কিনবেন। তবে সাধারণ বিনিয়োগকারীদের কাছে তা ১০ শতাংশ কম দামে শেয়ার বিক্রি করতে হবে কোম্পানিকে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে তখন নতুন করে চাঁদাগ্রহণ করবে বসুন্ধরা পেপারস।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *