সাপ্তাহিক লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

TopLoserস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার বা দরপতনের শীর্ষে প্রথম স্থানে রয়েছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, লুজারের শীর্ষে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফ্রিলিং স্টেশন লিমিটেড ও এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, লুজারের শীর্ষে প্রথম স্থানে থাকা এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের প্রতিটি শেয়ারের দর কমেছে ১১.৭৬ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৮ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৯৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফ্রিলিং স্টেশন লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১১.১৫ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১২ কোটি ৮৭ লাখ হাজার ৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬৪ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষে তৃতীয় স্থানে রয়েছে এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১০.৪৮শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ কোটি ৩১ লাখ ২৬ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২১ কোটি ৫৬ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর হলো গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এআইবিএল ফার্স্ট ইসলামী মিউচ্যুয়াল ফান্ড, প্রগতি ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল ও প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *