সাপ্তাহিক লেনদেনের শীর্ষে কে এন্ড কিউ

knqস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাপ্তাহিক লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের লেনদেনের শীর্ষে উঠে এসেছে কে এন্ড কিউ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ লাখ ৭০ হাজার ৩৩৯টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ১৮৩ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। কোম্পানিটির ২১ লাখ ৭৭ হাজার ৯০৯ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৭ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো তালিকার তৃতীয় স্থানে রয়েছে । কোম্পানিটির ১ লাখ ৮৬ হাজার ৫৫১ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৫ কোটি ২২ লাখ ৯১ হাজার টাকা।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে সিঙ্গার বাংলাদেশ। কোম্পানিটির ৩৮ লাখ ৬৩ হাজার ৬৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৪ কোটি ৩২ লাখ ৩৬ হাজার টাকা।

মুন্নু সিরামিকস তালিকার পঞ্চম স্থানে রয়েছে । কোম্পানিটির ১৭ লাখ ৫২ হাজার ৪৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬১ কোটি ৩৪ লাখ ৩ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, ডাচ-বাংলা ব্যাংক ও বাংলাদেশ সাবমেরিন কেবল।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *