সিএসইতে সূচকের মিশ্রভাবে লেনদেন

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে ৩০ কোটি টাকার লেনদেন হয়েছে। এদিন সিএসইতে মূল্য সূচকের মিশ্র ভাব ছিল।

সিএসই সূত্রে জানা যায়, রবিবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক গত দিনের চেয়ে .২২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স পয়েন্ট .৩৪ কমে ৮৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ কোটি ২০ লাখ টাকা। দিনশেষে লেনদেনের শীর্ষে রয়েছে আমান ফিড মিলস ও বিএসআরএম লিমিটেড।

দিনভর সিএসইতে ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১১ টির দাম বেড়েছে। কমেছে ১১৬ টির, আর অপরিবর্তিত ছিল ২৬ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *