সিটি ব্যাংককে ৭০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন

citi-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত সিটি ব্যাংক লিমিটেডকে ৭০০ কোটি টাকার নন-কনভারটেবল বন্ড ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৫০তম সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, আনলিস্টেড ও রিডিম্যাবল সাবঅর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছরে ফুল রিডেম্পশন হবে।

এই বন্ডের ট্রাস্টি ও ম্যানডেটেড লিড এ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে দায়িত্ব পালন করছে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।

সিটি ব্যাংক লিমিটেড এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে টাইয়ার টু শর্ত পতিপালন করবে। উক্ত বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *