সিম নিয়ে সংকটের পড়ার আশঙ্কা জিপির

grameenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন বলছে, তাদের হাতে যে পরিমাণ সিম আছে, তা নিয়ে সপ্তাহ দুয়েক চলবে। খুচরা পর্যায়ে যে সিম আছে, তা দিয়ে আরও কয়েক সপ্তাহ চলবে। মোট ছয় সপ্তাহ পর তারা সিম–সংকটের আশঙ্কা করছে। তাদের ভাষায় এটা পেঁয়াজের মতো হতে পারে।

আজ সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জিপি হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিম–সংকটের কথা জানান গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।

তিনি বলেন, গ্রামীণফোন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে গ্রাহকের অব্যবহৃত পুরোনো সিম বিক্রির অনুমোদন পাচ্ছে না। বিটিআরসির কাছে প্রায় ৩০ লাখ সিমের অনুমোদন আটকে আছে। তাঁদের হাতে থাকা সিমও শেষ দিকে।

ইয়াসির আজমান আরও বলেন, তাঁদের দিনে প্রায় ৫০ হাজার নতুন সিম দরকার। হাতে থাকা সিম ফুরিয়ে যাওয়ার পর প্রায় চার লাখ খুচরা বিক্রেতার কাছে থাকা সিম বিক্রি হবে। সিমের দাম বেড়ে যেতে পারে। সব মিলিয়ে একটা খারাপ পরিস্থিতি আসছে।

স্টকমার্কেটবিডি.কম/আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *