সুহৃদের এজিএমকে হাইকোর্টের অবৈধ ঘোষণা

suridনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজের সর্বশেষ বার্ষিক সাধারণ সভাকে (এজিএম) অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। গত ২২ ডিসেম্বর ওই এজিএম অনুষ্ঠিত হয়েছিল। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের করা একটি রিট মামলায় আদালত এ রায় দিয়েছে। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার হাইকোর্টের এনএক্স-২৬ কোম্পানি বেঞ্চে বিচারক সৈয়দ রিফাত আহমেদ এ রায় দিয়েছেন।

সূত্র থেকে আরো জানা যায়, কোম্পানিটিকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন করে এজিএম ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন আদালত।

কয়েকমাস আগে অনুষ্ঠিত এজিএমে শেয়ারহোল্ডার নামধারী ভাড়াটে লোক দিয়ে কোম্পানির উদ্যোক্তাদের সরিয়ে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে একটি গ্রুপ। এমন অবস্থায় কোম্পানি কর্তৃপক্ষ এজিএম মূলতবী ঘোষণা করে। কিন্তু তারপরও গ্রুপটি তারা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হক (এমডি) ও চেয়ারম্যান আনিসুর রহমানকে সরিয়ে মো. তুহিন রেজাকে চেয়ারমান এবং প্রকৌশলী মাহমুদুল হাছানকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের শরনাপন্ন হন কোম্পানির অন্য উদ্যোক্তারা।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *