সূচকের মিশ্রাবস্থায় দুই শেয়ারবাজারেই লেনদেন কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭৩ কোটি টাকা। এদিন সিএসইতেও ডিএসইর মতো লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৮২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৭৩ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৫৭৩ কোটি ৭৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৬২০ কোটি ৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫২টির। আর দর অপরিবর্তিত আছে ৪৫টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিডি থাই, ব্র্যাক ব্যাংক, শাহজালাল ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, গ্রামীনফোন,সিএমসি কামাল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ফু ওয়াং ফুড ও ন্যাশনাল টিউব।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৭৮৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১১৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২২ কোটি ৭২ লাখ টাকা। গত বুধবার ছিল ৩০ কোটি ৭৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে গোল্ডেন হার্ভেস্ট ও লংকাবাংলা ফাইন্যান্স ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *