সূচকের মিশ্র অবস্থা, লেনদেন কমেছে ৫৯ শতাংশ

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবদেক :

সপ্তাহের শেষ দিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র অবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে শরীয়াহ সূচক সামান্য কমার সাথে লেনদেন কমেছে ৫৯.৫২ শতাংশ । অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র অবস্থায় কমেছে লেনদেন। এদিন সেখানে লেনদেন ৫৯.০২ শতাংশ কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৩৬ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪৩৩ কোটি টাকা কম। গতকাল বুধবার সেখানে ১০৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। গতকালের চেয়ে আজ লেনদেন কমেছে ৫৯.৫২ শতাংশ।

বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ৬.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১২১ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৩৫টির, কমেছে ১৫২টির আর অপরিবর্তিত থাকে ৪২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– ইফাদ অটোস, মার্কেন্টাইল ব্যাংক, ডরিন পাওয়ার, প্রাইম ব্যাংক, কেয়া কসমেটিক্স লি., গ্রামীণফোন, শাহাজিবাজার পাওয়ার কো., ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, লংকাবাংলা ফাইন্যান্স ও ফুয়াং ফুডস।

এদিকে, আজ বৃহস্পতিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪১ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ২৯ কোটি ১৫ লাখ টাকা কম। গতকাল বুধবার এই লেনদেন ৭১ কোটি ১৪ লাখ টাকা ছিল। গতকালের চেয়ে আজ লেনদেন কমেছে ৫৯.০২ শতাংশ।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬.৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৩৬ পয়েন্টে। সিএসইতে গতকাল মোট লেনদেন হয় ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক ও ফুয়াং ফুডস ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *