স্বল্প-মূলধনী কোম্পানি নীতিম‍ালার চূড়ান্ত অনুমোদন দিল বিএসইসি

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্মল ক্যাপ বোর্ড (স্বল্প মূলধনের কোম্পানিগুলোর বোর্ড) নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২০ নভেম্বর) কমিশনের ৬৬৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি শিগিরই গেজেট প্রকাশিত হবে।

এতে বলা হয়, সভায় খসড়া নীতিমালার জনমত যাচাই–বাছাই করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপ কোম্পানিস) রুলস ২০১৮ এর ওপর বেশ কিছু বিষয় পরিবর্তন ও পরিমার্জন করে চূড়ান্ত অনুমোদন দেওযা হয়।

এর আগে ৬৪২ কমিশন সভায় স্মল ক্যাপ বোর্ডের নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপর জনমত যাচাইয়ের জন্য জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *