১ম দিন কাট্টালি টেক্সটাইলের দর ১৪৪ শতাংশ বেড়েছে

kattaliস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সোমবার (১২ নভেম্বর) প্রথম দিনে কাট্টালি টেক্সটাইলের ১০ টাকার শেয়ারটি ২৫ টাকা দিয়ে লেনদেন শুরু হয়। যা দিন শেষে দাড়িঁয়েছে ২৪.৪০ টাকায়। যাতে প্রথম দিনে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪.৪০ টাকা বা ১৪৪ শতাংশ।

সোমবার কাট্টালি টেক্সটাইলের শেয়ারটি সর্বোচ্চ ২৯.৯০ টাকা থেকে সর্বনিম্ন ২২ টাকার মধ্যে লেনদেন হয়েছে। তবে সর্বশেষ ২৪.৬০ টাকায় টাকায় লেনদেন হয়েছে। এর মাধ্যমে শেয়ারটির ক্লোজিং প্রাইস দাড়িয়েছে ২৪.৪০ টাকায়। আর এই দর নিয়ে মঙ্গলবার শেয়ারটির লেনদেন শুরু হবে।

এদিন কোম্পানিটির ৮৩ লাখ ৯১ হাজার ৯৭৯টি শেয়ার ২০ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার টাকায় লেনদেন হয়েছে। এক্ষেত্রে ১৪ হাজার ৮৪০ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে সোমবার ডিএসইতে কাট্টালি টেক্সটাইলের শেয়ার দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে।

এর আগে গত ৪ অক্টোবর আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনাতে অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানিটির আইপিওতে ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

গত ২৬ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৪৮তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *