২০২০ সালে গাড়ি তৈরি বন্ধ করবে হোন্ডা

hondaস্টকমার্কেটবিডি ডেস্ক :

২০২০ সাল থেকে আর্জেন্টিনায় গাড়ি তৈরি বন্ধ করবে জাপানের হোন্ডা মোটর করপোরেশন (Honda)। অনেক দিন ধরেই বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানির ব্যাবসার পদ্ধতি ঢেলে সাজাচ্ছে কোম্পানিটি। সেই কারণেই দক্ষিণ আমেরিকার দেশে গাড়ি তৈরি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে Honda।

গাড়ি তৈরি বন্ধ হলেও আর্জেটিনায় কারখানা বন্ধ হচ্ছে না।

সেই দেশের বুয়েন্স আইয়ার্স শহরের পাশে কারখানা থেকে তৈরি হয় Honda HR-V গাড়ি। এবার থেকে সেই কারখানায় মোটরসাইকেল তৈরি হবে। ২০১৬ সাল থেকে আর্জেন্টিনায় মোটরসাইকেল তৈরি করে Honda।

অন্যদিকে ২০১১ সালে লাতিন আমেরিকার দেশে গাড়ি উৎপাদন শুরু করেছিল জাপানের কোম্পানিটি।
সম্প্রতি এক বিবৃতিতে Honda জানিয়েছে, আর্জেন্টিনায় গাড়ি বিক্রি বন্ধের সাথে সেই দেশের ভোটের ফলাফলের কোন সম্পর্কে নেই। কোম্পানির দীর্ঘ দিনের পরিকল্পনার জন্যই আর্জেন্টিনায় গাড়ি তৈরি বন্ধ হচ্ছে।

Honda জানিয়েছে আর্জেন্টিনায় কোম্পানির প্রায় ১, ০০০ কর্মী কাজ করেন। এই কর্মীদের নতুন কারখানায় যোগদানের প্রস্তাব দিয়েছে কোম্পানি।

সেই কারণে স্থানীয় কর্মী ইউনিয়নের সাথে কথা চালাচ্ছে Honda।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *