৩ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ডিএসই’র সূচক

index smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতন হয়েছে। দিনশেষে সেখানে লেনদেনও কমেছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯৯ পয়েন্টে অবস্থান করছে। যা গত ৩ বছরের মধ্যে সূচকের সর্বনিম্ন অবস্থান।

এর আগে ২০১৬ সালের ১৭ নভেম্বর ডিএসই এক্স সূচকের অবস্থান ছিল ৪ হাজার ৬৯৮ পয়েন্টে।

সোমবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৯৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৮ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩০৫ কোটি ৮৯ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৪৮ কোটি ৮১ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ২৫৭ কোটি ৮ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ২৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল টিউবস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক, মুন্নু সিরামিক, ভিএফএস থ্রেড ডাইং, স্কয়ার ফার্মা, অগ্রণী ইন্স্যুরেন্স, সিলকো ফার্মা, বৃটিশ আমেরিকান ট্যোবাকো এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩২৫ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *