৫ দিনে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৩,৩০৮ কোটি টাকা

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ০.৯৪ শতাংশ। সপ্তাহশেষে বেশিরভাগ শেয়ারের দর বাড়ায় বেড়ে সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৮৩,৩২২ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে বেড়ে দাঁড়িয়েছে ৩,৮৬,৬৮২ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে দশমিক ৯৯ শতাংশ বা ৩,৩০৮ কোটি টাকা।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ৩২৯০ কোটি ১ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৪৪৫৪ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৩.০৩ শতাংশ কম।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৬৫৮ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৮৯০ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৯৪.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ৮.৭৩ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৮৯৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ২.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৬২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের। আর ১টি শেয়ারের কোনো লেনদেনের হয়নি।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৯৩ পয়েন্টে। আলোচ্য সপ্তাহে মোট লেনদেন হয়েছে ১৮২ কোটি টাকা।

অপরদিকে সিএসইতে হাত বদল হওয়া২৮৯ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৬টির, শেয়ার দর কমেছে ১৩৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬টির।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *