৫ দিনে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ১১৭ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ১১৭ কোটি টাকা। তবে এসময় ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ৫৩২ কোটি ৫৭ লাখ বা ১৭.১৪ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৪,০৪,৬১৫ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে বেড়ে দাঁড়িয়েছে ৪,০৭,৭৩২ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ১১৭ কোটি টাকা।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ২৫৭৪ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৩১০৭ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫৩২ কোটি ৫৭ লাখ বা ১৭.১৪ শতাংশ কম।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৩০.৩৩ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৫ হাজার ৮৪৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ১৭.৩৮ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ২২০৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ১২.৭৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১৩৬৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৩৫ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার ৯১২ টাকার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৭৬ কোটি ৯৫ লাখ ৮৬ হাজার ৮৭৯ টাকার।

উক্ত সপ্তাহে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট বা ০.৪১ শতাংশ বেড়ে দাড়িয়েছে ১৮ হাজার ৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৮৮টি হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৬৩টির ও অপরিবর্তিত রয়েছে ২২টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *