৫ দিনে বাজারমূলধন বেড়েছে ৭,৯৫০ কোটি টাকা

index upস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং লেনদেনের পরিমাণও বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯৪ হাজার ১৬৪ কোটি টাকা আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ২ হাজার ১১৪ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে মূলধন বেড়েছে ৭,৯৫০ কোটি টাকা বা ২.০২ শতাংশ।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৪৬৩ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩৩.৭৭ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৪১ কোটি ৪৭ লাখ টাকার।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৪৯২ কোটি ৬৭ লাখ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩৬৮ কোটি ২৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৩৩.৭৭ শতাংশ বেশি।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৬.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৯.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯৭৮ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ২৯.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৪৪ পয়েন্টে।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৩৫৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬০টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার ও ইউনিট দর। আর ২টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *