সুবাতাস বইছে ফেস ভ্যালুর নিচে থাকা কোম্পানিগুলোতে

dseনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে উর্ধ্বগতির হাওয়া লেগেছে তালিকাভুক্ত স্বল্প দরের কোম্পানির শেয়ারে। বাজার সংশ্লিষ্টদের মতে বেশি দরের শেয়ারের চেয়ে বর্তমানে এই সব শেয়ারের বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি অভিহিত মূল্যে (ফেস ভ্যালু) ফিরে এসেছে তালিকাভুক্ত ১৩ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

প্রাপ্ততথ্য মতে, সম্প্রতি অভিহিত মূল্যে ফিরে আসা ১৩ কোম্পানি হচ্ছে- অলটেক্স, কেয়া কসমেটিকস, ইমাম বাটন, বিডি ওয়েলডিং, বিচ হ্যাচারি, ইন্টারন্যাশনাল লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, সুহদ ইন্ডাস্ট্রিজ, ফাস্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও এক্সিম ব্যাংক। দীর্ঘদিন থেকে এসব কোম্পানির শেয়ার অভিহিত মূল্য অর্থাৎ ১০ টাকার নিচে লেনদেন হচ্ছে। এক সময় এসব কোম্পানির শেয়ারের চাহিদা থাকার কারণে এর দরও বেশি ছিল। মূলত ২০১০ এর ধসের পর এসব শেয়ারের চাহিদা কমতে শুরু করে। যার প্রভাব পড়ে এর শেয়ারের দরে। ফলে দর কমতে শুরু করে। সম্প্রতি বাজার ভাল থাকায় এসব শেয়ারের দর একটু একটু করে বাড়তে থাকে। যার ফলে সম্প্রতি এসব কোম্পানির শেয়ার ১০ টাকার বেশি অভিহিত মূল্যে লেনদেন হচ্ছে।

প্রাপ্ত তথ্যমতে, কিছুদিন আগে এসব শেয়ার ৭ থেকে ১০ টাকার নিচে কেনাবেচা হচ্ছিল এখন এর প্রতিটি শেয়ারই ১০ টাকার বেশি দরে লেনদেন হচ্ছে। সর্বশেষ দর অনুযায়ী বর্তমানে এক্সিম ব্যাংকের প্রতিটি শেয়ার কেনাবেচা হচ্ছে ১০ টাকা ৯০ পয়সায়। আর স্ট্যান্ড ব্যাংকের প্রতিটি শেয়ার কেনাবেচা হচ্ছে ১১ টাকা ২০ পয়সায়। একইভাবে কিছুদিন অভিহিত মূল্যে থাকা এনসিসি ব্যাংকের প্রতিটি শেয়ার এখন কেনাবেচা হচ্ছে ১১ টাকা ৩০ পয়সায়। ব্যাংকিং খাতের অপর কোম্পানি ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ার বৃহস্পতিবার ১২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।

অন্যদিকে দীর্ঘদিন নাজুক অবস্থায় থাকা সুহৃদ ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ার সর্বশেষ ১১ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। এদিকে বিডি ফাইন্যান্সের প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১১ টাকা ৭০ পয়সায়। আর ফারইস্ট ফাইন্যান্সের প্রতিটি শেয়ার লেনদেন হয় ১০ টাকা ৯০ পয়সায়। একইভাবে বর্তমানে ইন্টারন্যাশন্যাল লিজিংয়ের প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে ১০ টাকা ৯০ পয়সায়। এদিকে বিচ হ্যাচারির শেয়ার সর্বশেষ হাত বদল হয় ১০ টাকা ৪০ পয়সায়। আর বিডি ওয়েলডিংয়ের শেয়ার লেনদেন হচ্ছে ১০ টাকা ৭০ পয়সায়।

অভিহিত মূল্যে ফেরা বস্ত্র খাতের ইমাম বাটনের শেয়ার হাত বদল হচ্ছে ১২ টাকা ৮০ পয়সায়। অস্ত্র খাতের অপর কোম্পানি অলটেক্সের শেয়ার লেনদেন হয় ১০ টাকা ৮০ পয়সায়। কেয়া কসমেটিকসের শেয়ার লেনদেন হচ্ছে ১১ টাকায়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ