সিএসইর নতুন পরিচালক ছায়েদুর রহমান

saidurস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন শেয়ারহোল্ডার পরিচালক হয়েছেন ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. ছায়েদুর রহমান।

তিনি সাবেক শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।

বুধবার রাজধানীর মতিঝিলে অনুষ্ঠিত সিএসইর পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়।

প্রায় ৩৩ বছর ধরে ব্যাংক, বিমা ও শেয়ারবাজারের বিভিন্ন বিভাগে কাজ করেছেন ছায়েদুর রহমান।

২০০৮ সালে ইবিএলের ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের প্রধান হয়ে যোগদান করেন তিনি। ২০১৩ সালে তাকে ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/

বাজারের উন্নয়ন কার্যক্রম নিয়ে ১৩ জেলায় আজ শেয়ারবাজার মেলা

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের সামগ্রিক উন্নয়ন ও বিনিয়োগব্যবস্থা তুলে ধরতে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে শেয়ারবাজার মেলা। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের ১৩টি জেলায় এই মেলার আয়োজন করেছে। আগামী শনিবার পর্যন্ত মেলায় অংশগ্রহণ করবে শেয়ারবাজার স্টেকহোল্ডাররা।

গতকাল বুধবার মতিঝিলের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে অংশ নেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনসহ (ডিবিএ) অন্যান্য স্টেকহোল্ডারের প্রতিনিধিরা।

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, ‘শেয়ারবাজারে কী ধরনের উন্নয়ন কার্যক্রম করা হচ্ছে সে বিষয়গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাই। ১৩ জেলার উন্নয়ন মেলা হবে।’

স্টকমার্কেটবিডি.কম/