দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১৭তম : টিআই

9e6e2e4e171a82e53059d12a2b4fd60d-5a8e5a1213477স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী বাংলাদেশে দুর্নীতি তুলনামূলক কমেছে। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭তম। গত বছর এই অবস্থান ছিল ১৫তম।

আজ বৃহস্পতিবার রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে দুর্নীতির ধারণা সূচক ২০১৭ তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

টিআইয়ের সূচকে এবার শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া। তাদের স্কোর ১০০–তে ৯। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ নিউজিল্যান্ড। তাদের স্কোর ১০০–তে ৮৯। বাংলাদেশের স্কোর ২৮। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে গুয়াতেমালা, কেনিয়া, লেবানন ও মৌরতানিয়া।

দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে বাংলাদেশের অবস্থা দ্বিতীয়। প্রথম স্থানে আফগানিস্তান।

মোট ১৮০টি দেশকে এই সূচকে গণ্য করা হয়েছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক্সিকিউটিভ ওপিনিয়ন সার্ভে, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের কান্ট্রি রিস্ক অ্যাসেসমেন্ট, ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের রুল অব ল ইনডেক্স, পলিটিক্যাল রিস্ক সার্ভিস ইন্টারন্যাশনাল কান্ট্রি রিস্ক গাইড, বার্টলসমেন্ট ফাউন্ডেশন ট্রান্সফরমেনশন ইনডেক্স, ইনফরমেশন হ্যান্ডেলিং সার্ভিসেস গ্লোবাল ইনসাইড কান্ট্রি রিস্ক রেটিং, বিশ্বব্যাংকের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনস্টিউশনাল অ্যাসেসমেন্ট এবং ভেরাইটিজ অব ডেমোক্রেসি প্রজেক্ট—এদের তথ্যের ওপর ভিত্তি করে এই দুর্নীতির ধারণা সূচক তৈরি করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

ডাচ-বাংলা ব্যাংক ও ইউনাইটেড ফাইন্যান্সের র্বোড সভা বিকালে

boardস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক ও ইউনাইটেড ফাইন্যান্সের পরিচালনা র্বোড সভা আজ বিকালে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানগুলোর ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

উক্ত র্বোড সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠান ২টির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

কেয়ার ৩ কোটি ১৩ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

keyaস্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ  খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৩ কোটি ১৩ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, জনাব খালেক পাঠান নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৩ কোটি ১৩ লাখ শেয়ার বেচলেন। তার নামে কোম্পানিটির মোট ৩৬,৭৭,৮৯,৫১০ টি শেয়ার রয়েছে।
এই উদ্দ্যোক্তা পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।
স্টকমার্কেটবিডি.কম/এমএম

আনোয়ার গ্যালভানাইজিংয়ের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদান

Anwar-Galva-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। বৃহস্পতিবার সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন ২০১৭ সালের সমাপ্ত আর্থিক বছরের আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের জন্য পাঠিয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি গত বছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মিরাকল ইন্ডাস্ট্রিজের ৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জনাব রফিকুল মোর্শেদ নামে এই পরিচালক কোম্পানিটির ৪ লাখ শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ১৫,৬৭,৭৫১ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম