কে এন্ড কিউয়ের ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

knqস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি কে এন্ড কিউ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৭৬.৫৫ টাকা।

আগামী ৯ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

ইউনিক হোটেলের ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

unic...smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদন খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৮৮.৮২ টাকা।

আগামী ৬ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

আমরা নেটওয়ার্কসের হাতে আইপিও প্রকল্প খরচের ৩৯ লাখ টাকা

aamra-networksস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড আইপিও প্রকল্পের সকল ব্যয় নির্বাহের পরে হাতে থাকা অর্থের হিসাব প্রদান করেছে। এসকল ব্যয় নির্বাহের পর কোম্পানিটির হাতে ৩৯ লাখ টাকা রয়েছে।

আইপিও প্রকল্পের অবকাঠামো উন্নয়নের পরে কোম্পানির হাতে রয়েছে ৩ লাখ ৫৪ হাজার টাকা। এছাড়া ডাটা সেন্টার ও ওয়াই ফাই হট স্পটবাবদ কোম্পানিটি নির্ধারিত খরচের চেয়ে কম খরচ করেছে।

এই দুই খাতে কোম্পানির ব্যয় নির্বাহের পরে মোট ২৪ লাখ ও ৭ লাখ টাকা করে হাতে রয়েছে।

এই তিনটি খাতে সকল ব্যয় সাশ্রয়ী হওয়ায় এই কোম্পানির হাতে মোট ৩৯ লাখ ৫২ হাজার ২৯৮ টাকা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এ/জেড

আমরা নেটওয়ার্কের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

amra1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্ক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.০১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৩২.৩৩ টাকা।

আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

শেয়ারবাজার আস্থাশীল রাখতে জয়েন্ট ওয়ার্কিং কমিটি গঠনের প্রস্তাব

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার-সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের সুবিধার্থে একটি জয়েন্ট ওয়ার্কিং কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন স্টেকহোল্ডাররা। এ কমিটি শেয়ারবাজারের স্বার্থসংশ্লিষ্ট ইস্যু নিয়ে কাজ করবে।

গতকাল ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কনফারেন্স রুমে শেয়ারবাজার-সংক্রান্ত এক জরুরি বৈঠকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে এ কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয়। পাশাপাশি বন্ডের মাধ্যমে সংগৃহীত ২ হাজার কোটি টাকার পুরোটাই শেয়ারবাজারে বিনিয়োগ করা হবে বলে বৈঠকে জানিয়েছে আইসিবি।

গতকালের বৈঠকে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির উদ্দীন চৌধুরী, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদেকসহ বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে শেয়ারবাজারের সাম্প্রতিক দরপতনের বিষয়ে স্টেকহোল্ডাররা তাদের মতামত তুলে ধরেন। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে অহেতুক ভীতি কাজ করছে বলে মত উঠে আসে বৈঠকে। অথচ শিগগিরই আইসিবির বন্ড ও চীনা কনসোর্টিয়ামের কাছে ডিএসইর শেয়ার বিক্রির টাকা শেয়ারবাজারে বিনিয়োগ হতে যাচ্ছে।

এছাড়া শেয়ারবাজারে ব্যাংকগুলোর এক্সপোজারসহ আরো কিছু বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের নিস্পৃহ মনোভাবের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে বিএসইসিকে উদ্যোগ নেয়ার অনুরোধ জানিয়ে এ অবস্থায় সাধারণ বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরো সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ ছেন স্টেকহোল্ডাররা। স্বল্পমেয়াদের পরিবর্তে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে শেয়ারবাজারে বিনিয়োগ করার পরামর্শ দেয়া হয়েছে।

পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বরাদ্দ পাওয়া শেয়ারগুলো লেনদেনের শুরুতেই বিক্রি না করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া তারল্য প্রবাহ বাড়াতে সরকারি বিভিন্ন পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের অর্থ আইসিবির মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগের উদ্যোগ নিতেও সুপারিশ করা হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান বলেন, পাঁচ বছর পর পর দেশে জাতীয় নির্বাচন হবে, এটাই স্বাভাবিক। এতে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ার কিছু নেই। তাছাড়া বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। ফলে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আগামী সপ্তাহের মধ্যেই আইসিবির বন্ড ও চীনা কনসোর্টিয়ামের টাকা শেয়ারবাজারে আসবে বলে সংশ্লিষ্টরা আমাদের জানিয়েছেন। আশা করছি, এতে বাজার পরিস্থিতির উন্নতি হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ/জেড