হাক্কানী পাল্পের ৬ মাসের প্রতিবেদন প্রকাশ

hakkaniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা শিল্প খাতের কোম্পানি হাক্কানী পাল্প এন্ড পেপার মিল লিমিটেডের চলতি বছরের প্রথম ৬ মাসে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৬৪ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই হতে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৬৪ টাকা। আর গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ০.৩১ টাকা।

কোম্পানিটির চলতি বছরের অক্টোবর- ডিসেম্বরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৩৯ টাকা। যা আগের বছর একই সময় আয় ছিল ০.০৯ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২৬.৪৯ টাকা, যা গত ৩০ জুন ২০১৮ সালে ছিল ২৭.৪৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইফাদ অটোসের ৬ মাসের ইপিএস ৩.১৮ টাকা

Ifad-autosস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের চলতি বছরের প্রথম ৬ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১৮ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই হতে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় হয়েছে ৩.১৮ টাকা।

কোম্পানিটির চলতি বছরের অক্টোবর- ডিসেম্বরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৬১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.৫৬ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ৩৭.৩০ টাকা, যা গত ৩০ জুন ২০১৮ সালে ছিল ৩৮.২৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

কুইনসাউথ টেক্সটাইল ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

qstml logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি কুইনসাউথ টেক্সটাইল লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ভালো লভ্যাংশ দেওয়ায় কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি গত ৩০ জুনে সমাপ্ত ২০১৮ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১০ শতাংশ বোনাস ও ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আগামীকাল ৪ ফেব্রুয়ারি থেকে শেয়ারবাজারে কোম্পানিটি এন এর পরিবর্তে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

জেনেক্স ইনফোসিসের লেনদেন শুরু ৬ ফেব্রুয়ারি

genexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইপিও’র সকল প্রক্রিয়া শেষ করে জেনেক্স ইনফোসিস লিমিটেডের লেনদেন শুরু হবে আগামী ৬ ফেব্রুয়ারি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, কোম্পানিটি নতুন হিসাবে এন ক্যাটাগরিতে লেনদেন করবে। কোম্পানির ট্রেডিং কোড “GENEXIL” আর ডিএসইতে কোম্পানির কোড নম্বর ২২৬৫০.

সূত্র থেকে জানা যায়, সম্প্রতি আইপিও শেয়ার শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা দেওয়ার পক্রিয়া সম্পন্ন করে সিডিবিএল। ইতোমধ্যে এ কোম্পানিটির শেয়ার অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আনুমোদন সাপেক্ষে উভয় শেয়ারবাজারেজেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড