ব্যাংক এশিয়ার সাড়ে ৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

asia.smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আনিসুর রহমান সিনহা নামে এই পরিচালক ব্যাংকটির সাড়ে ৫ লাখ শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফার্ষ্ট ফাইন্যান্সের নো ডেভিডেন্ট ঘোষণা

first-finance-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফার্ষ্ট ফাইন্যান্স ও ইনভেষ্টমেন্ট লিমেটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত হয়।

কোম্পানিটি বার্ষিক সভার (এজিএম) দিন ঘোষণা করেছে ৩০ সেপ্টেম্বর । এ জন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই।

এবছর কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩.৪৯ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাড়িয়েছে ৭.৩৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ১২% লভ্যাংশ ঘোষণা

PRIMELIFEস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে বিমাটির পরিচালনা বোর্ড।

আগামী ২৬ সেপ্টেম্বর বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/এ

কোম্পানিগুলো মুনাফার ৭০% পর্যন্ত রিজার্ভ করতে পারবে : প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থের কথাও আমাদের ভাবতে হবে। এবারের বাজেটে শেয়ারবাজারের জন্য অনেক প্রণোদনা রয়েছে। যা শেয়ারবাজারের স্থিতিশীলতার স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবে। এই বাজেটে দেশের প্রত্যেকটি জনগণ উপকৃত হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। উন্নয়নের গতিধারা ও দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এবারের বাজেট জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশে চলমান উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে শনিবার প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা কোম্পানিগুলোকে নগদ লভ্যাংশ দেওয়ার জন্য উৎসাহিত করছি। কিন্তু কিছু আর্থিক প্রতিষ্ঠান নগদ লভ্যাংশের বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে।

তিনি আরো বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলো নিট মুনাফার ৭০ শতাংশ পর্যন্ত রিজার্ভ করতে পারবে। আর তারা বাকি ৩০ শতাংশ মুনাফা হতে ১০ শতাংশ লভ্যাংশ প্রদান করবে।

প্রধানমন্ত্রী বলেন, ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিটে আনতে হবে। কারণ ব্যাংকে উচ্চহারে সুদ থাকলে শিল্পখাত ও ব্যবসা-বাণিজ্য বিকশিত হয় না। প্রস্তাবিত বাজেটে খেলাপী ঋণ কমিয়ে আনতে যে প্রস্তাব করা হয়েছে তা যুগোপযোগী। আর

প্রধানমন্ত্রী বলেন, সব দিক থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মানুষের গড় আয়ু ৬৫ থেকে ৭২ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে, মানুষের মাথাপিছু আয় ৫৪৩ থেকে ১ হাজার ৯০৯ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। অতি দরিদ্র্যের হার ২৫ শতাংশ থেকে ১১ ভাগে নামিয়ে এনেছি, ৪৫ ভাগ দারিদ্র্যতাকে ২১ ভাগের নীচে নামিয়ে আনতে পেরেছি। আমাদের লক্ষ্য হচ্ছে দারিদ্র্যের হার আগামীতে ১৬/১৭ ভাগে নামিয়ে আনবো।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

পিপলস্ লিজিংয়ের এবারো নো ডেভিডেন্ট ঘোষণা

peoplesস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি পিপলস্ লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমেটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত হয়।

কোম্পানিটি বার্ষিক সভার (এজিএম) দিন ঘোষণা করেছে ১৭ সেপ্টেম্বর । এ জন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ আগষ্ট।

গত ২০১৫ সাল থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করে আসছ

স্টকমার্কেটবিডি.কম/বি