এসএস স্টিলের ৩৩৭৩ শেয়ার কিনবে ডিএসই

ss still fস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিলের ৩৩৭৩টি শেয়ার বিক্রয় করা হলেও তা কারিগরি ত্রুটির কারনে ওইদিন লেনদেন নিস্পত্তি (সেটেলম্যান্ট) হয়নি। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

যা মঙ্গলবার (০৯ জুলাই) শেয়ারবাজার থেকে ওই শেয়ার কিনে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমন্বয় করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

ডিএসই সূত্রে জানা গেছে, এসএস স্টিলের বিক্রয়কৃত ৩৩৭৩টি শেয়ার সেটেলম্যান্ট না হওয়ার কারনে ক্রেতাদের বিও হিসাবে যোগ হয়নি। এটি অনিচ্ছাকৃত এবং কারিগরি ত্রুটির কারনে হয়েছে। এ কারনে সেটেলম্যান্ট না হওয়া শেয়ারগুলো ডিএসই কিনে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমন্বয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

গ্রীন ডেল্টার শেয়ার হস্থান্তরের ঘোষণা

green deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে পরিচালকরা শেয়ার হস্থান্তরের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির পরিচালক সাইদা নাজরী ১ লাখ ৬৭ হাজার শেয়ার তার বাবা মোয়াজ্জেম হোসেন কাছে হস্থান্তর করবে।

উপহার স্বরুপ এসব শেয়ার আগামী ৩০ দিনের মধ্যে হস্তান্তর সম্পন্ন করা হবে বলে ডিএসই সূত্রে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/এ

মিথুন নিটিংয়ের ৯ মাসে লোকসান ১.২৩ টাকা

mithunস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড চলতি বছরের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের ৩য় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় লেকসান হয়েছে ১ টাকা ২৩ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৩৫ পয়সা। এ হিসাবে চলতি বছরের ৯ মাসে কোম্পানির শেয়ার প্রতি লোকসান কমেছে।

৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় লেকসান হয়েছে ৪৯ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৫৯ পয়সা।

চলতি বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮.৫২ টাকা। যা গতবছরে ৩০ জুন ছিল ১৯.৭৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

গ্রামীনফোনের ২য় প্রান্তিকের বোর্ড সভা ১৪ জুলাই

grameenস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি গ্রামীনফোন লিমিটডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া কোম্পানিটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টা ৩৫ মিনিটে রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

স্ট্যান্ডার্ড ব্যাংকের ২০১৮ সালের ঋণমান প্রকাশ

standardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ঋণমান ‘এএ’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি-২। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি